আইনশৃঙ্খলা রক্ষায় শালিখার সীমান্তবর্তী গ্রামে অবস্থান করছেন শালিখা থানা অফিসার ইনচার্জ সহ,সঙ্গীয় ফোর্স
জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।
দিঘিরপাড় গ্রামের পার্শ্ববর্তি গ্রাম শালিখা উপজেলার শেষ সীমানা ছানি আড়পাড়া। সরে জমিনে গিয়ে জানা যায় দিঘিরপাড় গ্রামের সহিংসতা হলেও শালিখা উপজেলার ছানিআড়পাড়া গ্রামে বিশৃঙ্খলা হতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে শালিখা উপজেলার ছানি আড়পাড়া গ্রামে কোন প্রকার যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য শালিখা থানার (ওসি) ওলিমিয়া ও (তদন্ত ওসি) মিলন কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী গ্রামে অবস্থান করছেন।
শালিখা থানার অফিসার্স ইনচার্জ ওলি মিয়া জানান, কোন ধরনের বিশৃঙ্খলা কারীদের ছাড় দেওয়া হবে না। কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে কঠোর হাতে তাদেরকে দমন করা হবে।