1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা শহরের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আতর আলী গ্রন্থাগারে ইসলামী যুব আন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই (বুধবার) বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে জুলাই চেতনার বাস্তবায়ন, ১৯৭১ সালের গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দাবিতে আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম।

সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আনুমানিক ৮০ থেকে ১০০ জন অংশগ্রহণকারী এই আলোচনায় অংশ নেন।

আলোচনা অনুষ্ঠানটি দুপুর ১টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং