1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

ঈদ আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ঈদ আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
ঈদ উৎসব উপলক্ষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের বন্ধুদের পরিচালিত ত্রিমাত্রিক ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের নিজস্ব কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রায়গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকিরের হাতে একটি ইঞ্জিনচালিত রিক্সার চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইনান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কায়সার হামিদ। ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আত তারিকের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মোহাম্মদ জাকিরের পরিবার অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করছে। তার সাত বছর বয়সী কন্যা জিনিয়া দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবারের অন্য সদস্যদের শিক্ষার ব্যয় বহন করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সদস্যরা এই পরিবারকে দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রধান অতিথি মোহাম্মদ কায়সার হামিদ জাকিরের পরিবারকে নিয়মিত শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করে তাদের ফ্রিল্যান্সিং কার্যক্রমের জন্য একটি ল্যাপটপ প্রদান করবেন বলে ঘোষণা দেন।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, “আমরা ত্রিমাত্রিক ফাউন্ডেশনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছি। ইতোমধ্যে আমরা ২৪টি প্রকল্প বাস্তবায়ন করেছি, যা সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।”

ত্রিমাত্রিক ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজের দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি আশার আলো হয়ে উঠেছে, যা ঈদের আনন্দকে আরও সার্থক ও মানবিক করে তুলেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং