খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আতিকুর রহমান খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মনির হোসেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫.০০ প্রাপ্ত মেধাবী ছাত্রী মালিহা মমতাজ এশাকে সংবর্ধনা প্রদান করা হয়। তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।