
মাগুরায় এসএসসি/দাখিল-২০২৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মোরা শিক্ষার আলোই আলোকিত হবো অধিকার আদায়ের সোচ্চার, মোরা প্রগতির পথে অগ্রগামী হবো,নির্ভীক বাধাহীন দুর্বার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার আয়োজনে মাগুরায় এসএসসি/দাখিল-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী ১০০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপকরণসহ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় সংসদ তসলিম ইসলাম অভি। বিশেষ আলোচক ছিলেন জিহাদুল ইসলাম ইউসুফ, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), কেন্দ্রীয় সংসদ এবং মো: ইমদাদুল হক, সহ মুক্তিযোদ্ধা ও জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ (গণ অধিকার পরিষদ), সমন্বয়ক খুলনা বিভাগীয় উপকমিটি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বরকত আলী, সভাপতি, গণ অধিকার পরিষদ মাগুরা জেলা।মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ মাগুরা জেলা
ওবায়দুল্লাহ বিন হাফিজার, সভাপতি, গণ অধিকার পরিষদ মাগুরা জেলা, শফিকুল ইসলাম সোয়াত, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ মাগুরা জেলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা সভাপতি মুন্সী হাসিবুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য বলেন ভালো মানুষ হতে হলে সবাইকে ভালোভাবে পড়াশোনা করতে হবে।