জামায়াতের ১৯ জুলাই ঢাকার সমাবেশ ঘিরে মাগুরায় সংবাদ সম্মেলন
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় মাগুরা জেলা জামায়াত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল মতিন, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালকসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
জেলা আমীর এম বি বাকের জানান, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে মাগুরা জেলা থেকে ১০০টি বাস, ১০০টি মিনিবাস ও প্রাইভেট কারে করে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশস্থলে যাবেন। তিনি বলেন, “সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে মাগুরা জেলায় তোরণ নির্মাণ, লিফলেট বিতরণ, মাইকিং, জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।”
এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান’ স্মরণে আগামী ৫ আগস্ট মাগুরা শহরের ভায়না মোড়ে ২ রাকাত শোকরানা নামাজ ও বিশেষ দোয়ার আয়োজনের ঘোষণা দেন তিনি।
বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াত নেতারা জানান, মাগুরায় জামায়াত ও বিএনপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং তারা সম্মিলিতভাবে কাজ করছেন। দলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে জেলা আমীর বলেন, “যারা আমাদের রাজাকার বলে অপবাদ দিচ্ছে, তাদের প্রতি আমরা সদাচরণ ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জবাব দিতে চাই।”