জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি'র স্মরণে বরুনাতৈল গোরস্থান মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরার বরুনাতৈল দারুল সালাম নূরানী হাফিজিয়া গোরস্থান মাদ্রাসায় শহীদ রাব্বি’র আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এ আয়োজনে মাদ্রাসার আবাসিক ও অনাবাসিক মিলিয়ে মোট ১৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
মাহফিলে শহীদ রাব্বির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহপাঠী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবরুক ও খাবার বিতরণ করা হয়।
বক্তারা শহীদ রাব্বির আত্মত্যাগ ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করার আদর্শকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শহীদ রাব্বির স্মরণে প্রতিবছরই এমন কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজিত হবে।