“দায়িত্বে যেমন কঠোর, মানবিকতায় তেমনি কোমল ওসি মোঃ আইয়ুব আলীর এক অনন্য দৃষ্টান্ত”
আজ দুপুরে মাগুরা শহরের ব্যস্ততম এলাকা ভায়না মোড়ে দায়িত্ব পালনরত অবস্থায় একটি ছোট্ট মানবিক কাজের মাধ্যমে আবারও প্রমাণ করলেন—মানবিকতা এখনো বেঁচে আছে।
পুলিশের কড়া নিরাপত্তার মাঝে রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি যখন পুরোদমে চলছিল, ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধাকে রাস্তায় অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এগিয়ে যান মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী। হাত ধরে স্নেহভরে পার করে দেন ব্যস্ত রাস্তা।
এ যেন এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দায়িত্বশীলতার পাশাপাশি মানবিকতার জীবন্ত নিদর্শন।
শান্ত মেজাজ, আন্তরিক ব্যবহার আর মানবিক আচরণ ইতিমধ্যেই মাগুরাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এই ক্ষুদ্র মানবিক কাজটি হয়ে থাকুক সমাজে মানবতার বাতিঘর।