1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

পবিত্র রমজান মাসে মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ও যৌথ বাহিনীর অভিযানে ৭০ হাজার টাকা জরিমান 

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ও যৌথ বাহিনীর অভিযানে ৭০ হাজার টাকা জরিমান
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরাতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যৌথ টাস্কফোর্স টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ৪ মার্চ সকালে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ও শহরের একতা কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে তেল, চিনি, সেমাই, সবজি, সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও মুদিদোকান সমূহে তদারকি করা হয়। এ সময় পারনান্দুয়ালী মুন্সিপাড়া শরীফ শাহিনুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স রাজ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম দোকানীকে ৫০,০০০/- টাকা জরিমানা করেন। পরবর্তীতে একতা কাঁচাবাজারে তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স নিউ বাণিজ্যালয় নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠান সবজি ও কাঁচা পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: জাবের হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১০,০০০/- টাকা এবং মেসার্স হামীম ভান্ডার এর মালিক মো: মামুন অর রশিদকে একই অপরাধ ও ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। পরবর্তীতে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন রমজান মাসে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট ফাহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। এছাড়া জেলা কৃষি বিপণন অফিসের কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম, মো: আলমগীর হোসেন ও মাগুরা সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং