পিপিএম পদকে ভূষিত মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (পিপিএম)-এ ভূষিত হয়েছেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা।
গত ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘পুলিশ সেবা সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। এদিন আরও ৬১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর মাগুরায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মিনা মাহমুদা। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ‘জুলাই-আগস্ট বিপ্লব’ পরবর্তী উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা এবং একাধিক ক্লু-লেস মামলার সফল উদ্ঘাটনের মাধ্যমে দৃঢ়তা ও দক্ষতার প্রমাণ দেন।
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দেরিতে হলেও নিষ্ঠা ও সততার ফল পেলাম। এই সম্মান ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
আজ আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম. মুক্তারুজ্জামান, সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ জেলার সকল থানার ওসি ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
পেশাগত সততা ও সাহসিকতার প্রতীক মিনা মাহমুদা আজ পুলিশ বাহিনীসহ গোটা রাষ্ট্রযন্ত্রের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।