1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাত সম্প্রসারণে মাগুরায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাত সম্প্রসারণে মাগুরায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা

যশোর অঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ( বিনা) উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক এক আঞ্চলিক কর্মশালা আজ বুধবার (৩০ জুলাই) মাগুরা জেলার বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মো. আলতাফ হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর, কৃষিবিদ ড. মো. হাসান ওয়ারিসুল কবীর,অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ঝিনাইদহ, সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া।

ঊর্ধ্বতন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা উপকেন্দ্র মাগুরার ইনচার্জ ড. সুশান চৌহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আশিকুর রহমান, উপ প্রকল্প পরিচালক, বিনা’র গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প,বিনা ময়মনসিংহ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রকল্প পরিচালক,বিনা’র গবেষনা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প।

 

বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমাদের উদ্ভাবিত উচ্চফলনশীল, রোগ প্রতিরোধী ও পরিবেশবান্ধব বিনা উদ্ভাবিত ২১ টি ফসলের ১৩৪ টি জাতগুলো কৃষকের মাঠপর্যায়ে সম্প্রসারণে আরও জোর দিতে হবে। কৃষি প্রযুক্তি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব চাষাবাদে এর প্রয়োগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

 

বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। সহ-আয়োজক হিসেবে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। কর্মশালায় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, বিনার গবেষকবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত কৃষি অফিসার, সফল কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১০০ জন অংশ নেন।

এছাড়াও যশোর অঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ( বিনা) উদ্ভাবিত জনপ্রিয় জাতসমূহের সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক আঞ্চলিক প্রশিক্ষণে অংশে নেন ৫০জন উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং