মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের জন্য কম্পিউটার ও প্রিন্টার প্রদান
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজালের পক্ষ থেকে একটি কমপ্লিট কম্পিউটার সেট ও একটি প্রিন্টার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেজিবি ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী সাহিদ ও আইটি ম্যানেজার সুমন মোল্লা। প্রেসক্লাবের পক্ষ থেকে উপহারটি গ্রহণ করেন মোঃ হানিফ মিয়া ও জসিম উদ্দিন। মাগুরা জেলায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন এক নজরে ড.মো: আলী আফজাল সম্পর্কে জেনে আসি।
বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. মো: আলী আফজাল
কৃষক পরিবার থেকে উঠে আসা এক স্বপ্নবাজ!
মাগুরা জেলার কৃতি সন্তান ড. মো: আলী আফজাল মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২২ মার্চ ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন।
বাবা মরহুম আলতাফ হোসেন মোল্লা ও মাতা মোমেনা খাতুন এর ৫ম সন্তান ড. মো: আলী আফজাল। নিজগ্রাম বালিদিয়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবনের হাতেখড়ি তাঁর।
বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং মহম্মদপুর আর.এস.কে.এইস ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক স্তর শেষ করে ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। সেখান থেকে উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সাথে পাশ করে ভর্তি হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ড. মো: আলী আফজাল উচ্চতর ডিগ্রী নিতে চলে যান অস্ট্রেলিয়া।
অস্ট্রলিয়ার মেলবোর্ণ ইউনিভার্সিটি থেকে জেনেটিক এন্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করেন।
মাগুরাবাসীর গর্ব কৃষিবিদ ড. মো: আলী আফজাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ১৮ বছর কাজ করেছেন।
তিনি কৃষি গবেষণায় প্রোজেক্ট ডাইরেক্ট হিসেবে মুসুর, মাসকলাই, মুগডাল এর ২৭ টি উন্নত জাত আবিষ্কার করেছেন। এ কারণে বাংলাদেশে মসুর, মাসকলাই ও মুগডাল গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অগ্রদূত বলা হয় ড. মো: আলী আফজালকে।
কৃষিবিদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো: আলী আফজাল এর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে কৃষিবিপ্লব সৃষ্টির লক্ষে ৩৩টির অধিক কোম্পানি পরিচালনার মাধ্যমে হাজার হাজর মানুষের কর্মের দুয়ার উন্মোচন করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তাঁর নেতৃত্বে কৃষিবিদ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি সম্পর্কিত কোম্পানিতে পরিণত হয়েছে। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণে কৃষিবিদ গ্রুপের ভূমিকা সারা দেশ ছড়িয়েছে।
বাংলাদেশ সিড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ড. মো: আলী আফজাল ৭৩টি দেশ ভ্রমণ করে ৫০টিরও অধিক আন্তর্জাতিক সেমিনারে অংশ গ্রহণ করেন এবং নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেশা ইত্যাদি পদকসহ ২৮টি পদকে ভূষিত হয়ে দেশের সম্মান বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছেন।
কৃষিবিদ সীড এর চেয়ারম্যান ড. মো: আলী আফজাল থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশন এর এক্সিকিউটিভ বোর্ডের নির্বাচনে সারা বিশ্বের সকল ভোটারের সর্বোচ্চ ভোট ও সামর্থনের ভিত্তিতে এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জল করেছেন।
ড. মো: আলী আফজাল ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সদস্য, সাবেক মহাসচিব কৃষিবিদ ইনষ্টিটিউশন অব বাংলাদেশ, সাবেক মহাসচিব এগ্রিকালচার ফোরাম অব বাংলাদেশ, উপদেষ্টা ঢাকাস্থ মাগুরা জেলা সমিতি, উপদেষ্টা ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা সমিতি, সাধারণ সম্পাদক মিরপুর কৃষিবিদ ওয়েল ফেয়ার সোসাইটি, সদস্য উত্তরা ক্লাব, আজীবন সদস্য এশিয়াটিক সোসাইটি, সভাপতি ঢাকাস্থ মাগুরা ফোরাম, সভাপতি মাগুরা চেম্বার অফ কমার্স, আজীবন সদস্য মাগুরা প্রেস ক্লাবসহ দেশে এবং বিদেশে ৩০ টিরও অধিক সংগঠনের সাথে জড়িত।
ড. মো: আলী আফজাল মাগুরা জেলার গণমানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ তায়ালা এই ক্ষণজন্মা স্বপ্নবাজ মানুষকে মাগুরা জেলাসহ দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে আজীবন কাজ করার তৌফিক দিন।