মাগুরায় আরআরএফসি লিজেন্ড ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় ড.আলী আফজাল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আরআরএফসি লিজেন্ড ফুটবল ম্যাচ সোমবার বিকালে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিশিষ্ঠ বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ড.আলী আফজাল ।
এ খেলায় আরআরএফসি লিজেন্ড লাল দল ফুটবল একাদশ মুখোমুখি হয় আরআরএফসি লিজেন্ড সবুজ দল ফুটবল একাদশের । উভয় দলে রাজাপুর ইউনিয়নের প্রাত্তন লিজেন্ড ফুটবলারগণ অংশ নেয় । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে । নিধারিত খেলা শেষে আরআরএফসি লিজেন্ড সবুজ দল জয়ী হয় ।
খেলা শেষে বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ড.আলী আফজাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে ট্রফি তুলে দেন । এসময় সুধীজন,প্রাত্তন খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।