মাগুরায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট (বুধবার) বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিটি মাগুরা শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রোডে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে বর্ণাঢ্য এ র্যালিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নেতারা গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও সংগ্রাম করেছে, এখনো করছে।”
র্যালিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।