1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

মাগুরায় কলা বিক্রেতা ভজন গুহকে গলা কেটে হত্যা: ছুরি সহ যুবক আটক

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মাগুরায় কলা বিক্রেতা ভজন গুহকে গলা কেটে হত্যা: ছুরি সহ যুবক আটক

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের সামনে পশু হাসপাতাল পাড়া ভজন গুহ (৫৫) নামে এক কলা বিক্রেতাকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, “রাত ১১টার দিকে আমরা খবর পাই ছায়াবীথি সড়কের পশু হাসপাতাল পাড়ায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়—তিনি ভজন গুহ, পেশায় কলা বিক্রেতা। তিনি গত চার মাস ধরে পশু হাসপাতাল পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন।”

এই ঘটনায় ওই এলাকার আবির নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাসা থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। কেন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা জানার চেষ্টা চলছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং