1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

মাগুরায় ক্ষুদ্র ব্যবসায়ী ভজন গুহর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

মাগুরায় ক্ষুদ্র ব্যবসায়ী ভজন গুহর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা শহরের জামরুলতলা এলাকায় শনিবার রাতে ক্ষুদ্র ব্যবসায়ী ভজন কুমার গুহ কে জবাই করে হত্যার প্রতিবাদে রবিবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকাল চারটায় শহরের জামরুলতলা পূজা মন্ডপের সামনে মানববন্ধনে নিহত ভজন গুহর পরিবারের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় নৃশংস এ হত্যার বিচারের দাবিতে পরিবারের সদস্যদের কান্নায় প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। তারা নিরীহ ভজন গুহ হত্যার আসামীর দ্রুত বিচার শেষে অবিলম্বে ফসির দাবি করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য প্রশান্ত কুমার বসু, লিটন ঘোষ জয়, সাধন কুমার গুহ, স্বপনা দে,রানু খাতুন, রিপন ঘোষ,দিপা শিকদার, গয়ের মোল্লাসহ অন্যরা। বক্তারা বলেন অত্যন্ত নিরীহ ও নির্ঝঞ্ঝাট মানুষ ভজন গুহকে হত্যা কোন সাধারণ ঘটনা নয়। হত্যাকারী শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি গ্রেফতার হওয়ার পর সাংবাদিকদের উপরেও চড়াও হয়ে হুমকি ধমকি দিয়ে গেছেন। এ থেকে বোঝা যায় তার পেছনে কোন গভীর ও শক্তিশালী চক্রান্তকারী গোষ্ঠী রয়েছে। বক্তারা উপযুক্ত তদন্তের মাধ্যমে ওই গোষ্ঠীর মূল উৎপাটনের দাবি জানান। উল্লেখ্য, শনিবার রাত এগারোটার দিকে শহর থেকে পার্শ্ববর্তী আনসার কলোনির ভেতরে বাসায় যাওয়ার পথে ভজন গুহকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে রবিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করে। সন্ধ্যায় তার লাশ সাতদোহা মহাশ্মশানে দাহ করা হয়। এ ঘটনায় শনিবার রাতেই একটি রক্তমাখা ছুরিসহ মো: আবির হোসেন (৩০)নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ হেফাজতে থেকেও ওই যুবক স্থানীয় সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেয়। সেই সঙ্গে সে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য দেয়। এ সময় উত্তেজনা দেখা দিলে দ্রুত তাকে মাগুরা সদর থানার নেয়া হয়। এই ঘটনায় নিহতের পুত্র বিপ্লব গুহ বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং