মাগুরায় গোল্ডেন লাইন পরিবহনে কেড়ে নিলো এক শিশু শিক্ষার্থীর প্রাণ
জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি এলাকায় বাসের ধাক্কায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তাঁর বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্কুলে পরিক্ষা শেষে বাড়ি ফিরছিল দুই বোন মারিয়া (৭) ও হাবিবা (৮)।তাঁরা মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের (প্রবাসী) আলাউদ্দীন হোসেন মণ্ডলের মেয়ে। তাঁরা দুজনই কেচুয়াডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ বলছে, সদর উপজেলার যশোর-মাগুরা হাইওয়ে রাস্তায় কেচুয়াডুবি এলাকায় ঢাকা থেকে যশোরগামী গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় আহত হয় মারিয়া (৭) ও হাবিবা (৮)। তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মারিয়া নামে শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত হাবিবাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামনগর হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘কেচুয়াডুবি এলাকায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে যশোরের দিকে যাওয়া গোল্ডেন লাইন পরিবহণের একটি গাড়ি তাঁদেরকে ধাক্কা দেয়। ওই বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে