মাগুরায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সত্যজিৎপুরের লেয়ার মুরগির ফার্ম, ক্ষতি ২০ লক্ষ টাকারও বেশি
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার সত্যজিৎপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাড়ুইখালী গ্রামে গতকাল বিকেলে একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি লেয়ার মুরগির ফার্ম। উজ্জ্বল হোসেন ও রুবেল হোসেন নামের দুই ভাই মিলে পাঁচ বছর ধরে পরিচালনা করছিলেন ফার্মটি, যেখানে প্রায় ১০,০০০ মুরগি পালিত হচ্ছিল।
প্রাকৃতিক দুর্যোগে ফার্মটির বেশ কিছু মুরগি মারা গেছে এবং বিপুল পরিমাণ ডিম নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ফার্মটি পুনর্নির্মাণে প্রয়োজন হবে আরও ২-৩ লক্ষ টাকা। ঝড়ের তীব্রতায় ফার্মের একটি ঘর প্রায় ৩০০ হাত দূরে উড়ে গেছে, যা এই বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট করে।
এই ফার্মে ১০ জন কর্মী নিয়মিত কাজ করতেন এবং প্রায় ৫০-৬০ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়ে ফার্মটি প্রতিষ্ঠা করা হয়েছিল। দুই উদ্যোক্তার এই পরিশ্রম ও সাহসিকতা আজ চরম পরীক্ষার মুখোমুখি।
স্থানীয় বাসিন্দা কবির মোল্লা এবং মোহাম্মদ নুরুল আমিন মিয়া জানান, “এটি শুধু একটি ফার্মের ক্ষতি নয়, বরং পুরো এলাকার জন্যই একটি বড় দুঃসংবাদ। আমরা উজ্জ্বল ও রুবেলকে সাহস দিচ্ছি এবং চাই সরকারও পাশে দাঁড়াক।”
এলাকাবাসীর মতে, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা পেলে দুই ভাই আবার ঘুরে দাঁড়াতে পারবেন। তারা নতুন উদ্যোক্তা এবং অত্যন্ত পরিশ্রমী, তাই সবাই আশা করছে তাদের উদ্যোগ আবারও সফল হবে।
এমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব, এবং এলাকাবাসীর সহানুভূতি ও সমর্থন তাদের এই কঠিন সময়ে অনেক সাহস যোগাবে।