মাগুরায় জুলাই গ্যালারি উদ্বোধন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় জুলাই স্মৃতিকে অম্লান রাখতে জুলাই গ্যালারি উদ্বোধন হয়েছে।আজ শনিবার সকাল ১১ টায় মাগুরা শহরের এম আর রোডে সরকারি কলেজের সামনে জুলাই গ্যালারি উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপি'র সদস্য সচিব মনোয়ার হোসেন খান। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল নেতা কাজী সানাউল হক তন্ময় ও সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমূখ। মাগুরা জেলা বিএনপি'র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, জুলাই আগস্টে নিহত সকল শহীদ আমাদের গর্ব। আন্দোলনে ছাত্র জনতার সাথে মাগুরা জেলা বিএনপি অংশ নিয়েছিল। সেই আগস্টেই নিহত হয়েছিল শহীদ রাব্বি। এ সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে অমলিন। তাদের স্মরণে আজ এই জুলাই গ্যালারি উদ্বোধন হলো। এখানে জুলাই আগস্টে মাগুরা জেলার বিভিন্ন চিত্র প্রদর্শিত হচ্ছে।