মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
আজ ২৮ জুলাই: “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। আয়োজনে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) গাজী বশির আহমেদ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহাসিন উদ্দিন ফকির, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আফজাল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, জেলা তথ্য অফিসার পাভেল দা, এসআইএমও ডা. সুরভী আক্তার এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ হায়াত হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণ।
রক্তদান কর্মসূচির পাশাপাশি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ এবং এই ধরনের আয়োজন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে।”
এই উদ্যোগকে সকলে প্রশংসনীয় বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।