1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

মাগুরায় ঝরে পড়া ৫০ শিশুর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
মাগুরায় ঝরে পড়া ৫০ শিশুর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ
মো:সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি : “এসো দেশ বদলাই,পৃথিবী বদলায় ” এ শ্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় ঝরে পড়া ৫০ জন শিশুর মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে । গতকাল রবিবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুরে স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝরে পড়া শিশুদের মাঝে এ স্কুল ড্রেস ও ব্যাগ হাতে তুলে দেন। রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক বাবুল আক্তার । এ সময় রোভা ফাউন্ডেশনের উপ-পরিচালক (অর্থ) কাজী মফিজুল ইসলাম,উপ-পরিচালক (প্রশাসন) অর্পনা কুন্ডু,আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগামের ম্যানেজার মো: বাবর আলী মোল্যা উপস্থিত ছিলেন। রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান জানান,২০২১ সালে সারাদেশে ৬টি জেলায় ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ শুরু করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। মাগুরাতে আমরা তাদের সহযোগিতায় ৪টি উপজেলায় ২৮০টি কেন্দ্রে কাজ শুরু করি। প্রতিটি কেন্দ্রে ৭০জন করে ঝরে পড়া শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা হয় । শুরুতে ৭ হাজার ৯শত ৩৮ শিশুকে নিয়ে শুরু হলেও পরে শিক্ষার্থী দাঁড়ায় ৪ হাজার ৮শত ৩৯ জন শিশু। বর্তমানে এ প্রোগামটি প্রায় শেষের দিকে । আমরা সব সময় ৪টি উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সততার সাথে কাজ করার চেষ্টা করেছি । আজ আমরা ৫০ জন শিশু মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করছি । পর্যায়ক্রমে বাকী কেন্দ্রগুলোতে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং