মাগুরায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ (ছয়) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোঃ আজম (৩০) এবং মাগুরা শহরের আকিদুল মাওলা (৩৫)।
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ অসিত কুমার রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল সকাল ১১:৩০ মিনিটে মাগুরা পারনান্দুয়ালী মডেল মসজিদের সামনে চেকপোস্ট স্থাপন করে ডিবি পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-ব ১৫-৫১২৭ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মোঃ আজমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরেক আসামী আকিদুল মাওলাকেও গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ সুপার জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।