মাগুরায় বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীকান্দর গ্রামে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুলাই) গভীর রাতে মোঃ আসলাম হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আসলাম হোসেনের স্ত্রী মৌসুমী জানান, রাতে ঘুমিয়ে পড়ার পর কোনো কিছু টের না পেয়ে সকালে উঠে দেখতে পান আলমারির ড্রয়ার খোলা, ঘরের জিনিসপত্র এলোমেলো এবং ঘরের ছিটকানি ভিতর থেকে আটকানো। ঘরের বাইরে গিয়ে দেখা যায় কাইচিগেটের তালা ভাঙা।
তিনি আরও জানান, ব্যাংক থেকে তোলা ৫৫ হাজার টাকা, মানিব্যাগের ১৫ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
এলাকাবাসী জানায়, একই রাতে আরও দুটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।