প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ১২:২৭ পি.এম
মাগুরায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি
৪ ই ডিসেম্বর বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ছাত্রদল আয়োজনে ভারতে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশ পতাকা অবমূল্যায়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের ভায়নার মোড়ে গিয়ে সমাবেত হয় । সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সদ্য সাবেক সভাপতি আব্দুর রহিম, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ও কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ টিপু সুলতান ও ছাত্র নেতা জুলফিকার আলী।
একই দিনে পৌর কৃষক দলের আয়োজনে
শহরের সদর উপজেলা পরিষদের সামনে থেকে “ভারতীয় আগ্রাসন রুখে দাও” ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে পৌর কৃষক দল। মিছিলটি শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দল সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, সদর থানা কৃষক দল আহ্বায়ক এহসানুল হক পলাশ, পৌর কৃষক দল আহ্বায়ক রিপন আকাশ, সদর উপজেলা কৃষক দল সদস্য সচিব রিফাতুল ইসলাম, ও পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত