1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা :
মাগুরায়“ মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এডাব মাগুরা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে ।
সেমিনারে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাকির হোসেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াসুর রহমান ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন । সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইয়াসমিন মেরি ও ধারণাপত্র উপস্থাপন করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল রহমান পিন্টু ।
সেমিনারে জানানো হয় ,দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে । তাই মাদক প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে । মাদক প্রতিরোধে মাদব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পুলিশ প্রশাসন কাজ করছে । প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার আহবান জানানো হয় । সেমিনারে বিভিন্ন সংস্থার প্রধান,নারী সংগঠনের নেত্রী ,সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং