1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বাংলাদেশ কংগ্রেসের আলোচনা সভা

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা

বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলা কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল পরিত্যক্ত মাগুরা টেক্সটাইল মিলের জমিতে মাগুরা মেডিকেল কলেজ স্থাপনের জোরালো দাবি উত্থাপন করা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ বাচ্চু চোপদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ—মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কাজল ইসলাম, খোকন চোপদার, রেজাউল আলম, গোলাম নবী, ফরিদ হোসেন, মুকিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। পরিত্যক্ত টেক্সটাইল মিলের বিশাল জায়গা এই প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত স্থান হতে পারে। তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

আলোচনা সভা শেষে বাংলাদেশ কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং