মাগুরায় মে দিবস উদযাপন : নির্মাণ শ্রমিক ইউনিয়নের র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শুরু হয়, যেখানে শতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান (পলাশ)।
উক্ত অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রায় ১০ হাজার সদস্য নিয়ে এখন যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ জনকে সম্মাননা স্বরূপ জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়।
পুরো অনুষ্ঠানে “শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর, যা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন উদ্দীপনার জন্ম দেয়।