1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

মাগুরায় রান্না করার সময় প্রেসার কুকারের উপর পড়ে গিয়ে এক নারী মৃত্যু

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 66.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
মাগুরায় রান্না করার সময় প্রেসার কুকারের উপর পড়ে গিয়ে এক নারী মৃত্যু
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা  সদর উপজেলা ছয়চার গ্রামে রান্না করা পেসার কুকারের উপর পড়ে গিয়ে সুখিনা বেগম ৫৫ নামের এক নারী মৃত্যু হয়েছে। নিহত সখিনা ছয়চার গ্রামের সিদ্দিক মোল্ল্যার স্ত্রী।
আজ শুক্রবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের  স্বজনরা জাননা,পবিত্র শবে বরাতের দিন উপলক্ষে সকাল থেকে তিনি বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তিনি পেসার কুকারের ডাউল রান্না করতে গিয়ে কুকারের উপর পড়ে গিয়ে  গুরুতর আহত হন। এ সময় তার শরীরে মুখসহ বুকের কিছু অংশ আগুনের তাপে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের ডাক্তার মামুনুর রশিদ তাকে মৃত্যু ঘোষনা করেন।
মাগুরা ২৫০ শয্যা সদরর হাসপাতালে জরুরী বিভাগের ডাক্তার মামুনুর রশিদ বলেন, রান্না করার সময় গরম তরল পদার্থ তার শরীরের উপর পড়ে যাওয়া ওই  নারী  মৃত্যু  হয়েছে বলে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
মাগুরা সদর থানা ওসি আয়ুব আলী, সদর উপজেলা ছয় চার এলাকায় এক নারী রান্না করার সময় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং