1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার

মো:সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মাগুরায় শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় রাস্তা থেকে জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মাগুরা সদরের জাগলা চারা বটতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে। সে শহরের পারলা এলাকায় বসবাস করতেন।

রুমন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের তিন বারের লাইন সম্পাদক ও মাগুরা জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেওয়া করতেন। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ভোররাতে জানতে পারি চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে। জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। সেই জুয়ারীদেরকে অনেক সময় যাত্রী হিসেবে আনা নেওয়া করতেন। তারা কিছু ঘটিয়েছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। কেননা তার মৃতদেহের বেশ খানিকটা দূরে তার হাতের গ্লাভস পড়েছিল। প্রশাসন এ মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করবে আমরা এমনটা আশা করছি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মারদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে এর আগেও সে স্টক করে এভাবে রাস্তায় পড়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং