মাগুরায় র্যাবের অভিযানে ১৯৮২ পিস ইয়াবাসহ যুবক আটক
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি বিশেষ অভিযানে মো: শাকিল (২৫) নামে এক যুবককে ১৯৮২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো: নাইম আহম্মেদ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বাসের পেছনের সিটে বসা শাকিলের ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়।
আটককৃত মো: শাকিল কক্সবাজার জেলার রামু থানার দারীয়াদীঘীর গ্রামের মো: নুরুল আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, আটক শাকিল পেশাদার ইয়াবা ক্যারিয়ার। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।