মাগুরায় ৩৯৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৫ অনুষ্ঠিত
প্রতিবেদন: মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা, ৫ মে ২০২৫:
আজ মাগুরা জেলার ঐতিহ্যবাহী সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় আয়োজিত হলো "৩৯৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৫"। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সম্মানিত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “স্কাউটিং শুধুমাত্র একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়, বরং এটি একটি জীবনঘনিষ্ঠ শিক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষার্থীরা দায়িত্বশীলতা, শৃঙ্খলা, নেতৃত্ব এবং সমাজসেবার গুণাবলি অর্জন করে। এই শিক্ষাই আমাদের আগামী প্রজন্মকে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ওরিয়েন্টেশন কোর্সটি শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং বিষয়ে সচেতনতা ও আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।