মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মহম্মদপুর স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরার মহম্মদপুরের পাটোখালি মাঠে মঙ্গলবার বিকালে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে । খেলায় মহম্মদপুর স্পোর্টস ক্লাব ২-০ গোলের ব্যবধানে যশোরের বাঘারপাড়া বিজয় ৭১কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।
তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথম আর্ধে উভয়দল আক্রমন পাল্টা আক্রমন চালাতে থাকে । খেলায় মহম্মদপুর স্পোর্টস ক্লাবের পক্ষে চৌকশ খেলোয়াড় মোমিন ১ম একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । পরে ২য় আর্ধের খেলায় মহম্মদপুরের অন্য খেলোয়াড় খালিদ আরো একটি গোল করে । নির্ধারিত খেলা শেষে মহম্মদপুর স্পোর্টস ক্লাব জয়ী হয় । খেলা শেষে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ড.মো: আলী আফজাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি বিতরণ করেন । খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয় । অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ( শালিখা-মহম্মদপুর )সার্কেলের মোস্তাফিুজুর রহমান ,ঢাকাস্থ মাগুরা ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রাজু ,প্রাত্তন খেলোয়াড় হাসান একরামুলল কবীর,আব্দুস সালাম ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মহম্মদপুর স্পোর্টস ক্লবের মিল্টন ও ম্যান অব দ্যাা সিরিজ রয়েল নির্বাচিত হয় । ড.আলী আফজাল ফাউন্ডেশন এ টুর্ণামেন্টের আয়োজন করে । খেলায় চমৎকার ধারা বিবরণী প্রকাশ করেন শম্ভু মিত্র । খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে ।