শ্রীপুরে সাবেক ছাত্রদল নেতার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আবু তাহের সবুজ এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে শ্রীপুর কলেজ মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মোল্যা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, লিমন খান, তিতাস খান, খন্দকার সানসহ উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।