1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে রাতের আধারে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা

মহসিন মোল্যা, শ্রীপুর  প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে রাতের আধারে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে মো. টিটো মিয়া নামে এক ব্যক্তির ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দূর্বৃত্তরা। এ সময় বাঁশের বেড়া ভেঙে অন্তত ৩০ টি ধরন্ত আমগাছ তুলে ফেলে তারা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে।

প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও স্ত্রী রোজিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির পাশের জমি থেকে রাতের আধারে কে বা কাহারা বাঁশের বেড়া ভেঙে ৩০ টি ধরন্ত আমগাছ তুলে পাশের জঙ্গলে ফেলে দিয়েছে। এ কাজ যারা করেছে, ঠিক করেনি।

অভিযোগকারী মো. টিটো মিয়া বলেন, আমার লাগানো ৩০ টি ধরন্ত আমগাছ বুধবার দিবাগত রাতে কে কাহারা তুলে ফেলেছে। গাছগুলো নষ্ট করে দিয়েছে। আমি সকালে এসে দেখার পর নাকোল পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহসিন মোল্যা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং