1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই স্বীকৃতি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মৌসুমের প্রথম লিচু সংগ্রহ ও মেলা উদ্বোধন

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
oplus_0

মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই স্বীকৃতি: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মৌসুমের প্রথম লিচু সংগ্রহ ও মেলা উদ্বোধন

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরার গর্ব “হাজরাপুরী লিচু” পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার সংলগ্ন লিচু বাগানে এবং ইছাখাদা পুরাতন বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের বিপরীত পাশে আয়োজন করা হয় বর্ণাঢ্য “হাজরাপুরী লিচু প্রচারণা ও মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান” এবং “লিচু মেলা ২০২৫”।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “হাজরাপুরী লিচু ২০২৫ সালের ২৪ এপ্রিল শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, যা মাগুরাবাসীর জন্য এক বিশাল গর্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।”

তিনি আরও বলেন, “জিআই সনদ একটি পণ্যের স্বাতন্ত্র্য ও গুণগত মানের আন্তর্জাতিক স্বীকৃতি। এর ফলে হাজরাপুরী লিচুর বাজার মূল্য ও চাহিদা যেমন বাড়বে, তেমনি রপ্তানির নতুন দিগন্তও উন্মোচিত হবে। আমরা একটি পূর্ণাঙ্গ ‘হাজরাপুরী লিচু’ ভ্যালু চেইন গড়ে তোলার লক্ষ্যে কাজ করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক,মো: তাজুল ইসলাম,জেনিস ফারজানা তানিয়া নারী উদ্যোক্তা ও স্বত্বাধিকারীরা , আলিয়া’স কালেকশন।সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদ্য যোগদানকারী সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোজাম্মেল হকসহ স্থানীয় কৃষক, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লিচু মেলা ও প্রথম সংগ্রহ অনুষ্ঠানটি মাগুরার কৃষিখাত এবং অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার বার্তা দিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং