মাগুরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত
প্রতিবেদক: মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
আজ ২৩ মে শুক্রবার মাগুরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫। মাগুরা জেলা স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার ক্রীড়া অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা মাহমুদা বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ও সভাপতি, মাগুরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারীক আনজাম বারকি, সহ-সভাপতি, ডিএফএ মাগুরা, এবং মোস্তাফিজুর রহমান নান্নু, সহ-সভাপতি, মাগুরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন। এছাড়াও উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন গোর্কি, সাধারণ সম্পাদক, মাগুরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন।
অনুষ্ঠানে সংগঠনের প্রাক্তন ও বর্তমান রেফারী, খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন পুরনো সম্পর্কগুলো নবায়ন হয়েছে, অন্যদিকে নবীনদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে এবং জেলার ফুটবল রেফারিংয়ের মানোন্নয়নে সবাই একসঙ্গে কাজ করবেন।