1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

মাগুরা থিয়েটার ইউনিট  ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

মো সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
মাগুরা থিয়েটার ইউনিট  ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :  র‌্যালী ,আলোচনা ও কেককাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। বুধবার বিকালে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী শহরে বের হয়।
র‌্যালী শেষে মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান। বক্তব্য রাখেন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান ,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,সিনিয়র নাট্যকর্মী শাহিন আলম তুহিন, থিয়েটার ইউনিটের সদস্য রিয়াজ পারভেজ রানা ও আশিকুল ইসলাম মুসা প্রমুখ। উল্লেখ্য,থিয়েটার ইউনিট মাগুরা ১৯৯৬ সালে ১ জানুয়ারী ১১ জন নবীন সদস্য নিয়ে যাত্রা করে। বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্তর্ভূক্ত এ দলটি জেলা ও জেলার বাইরে পথ নাটক ও মঞ্চ নাটক মঞ্চস্থ করে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে। তাছাড়া এ সংগঠনটি সদস্যদের নাটকের কর্ম দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মশালা ও বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং