মাগুরা মহম্মদপুরে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মহম্মদপুর (মাগুরা), ০১ মে ২০২৫:
আজ দুপুর আনুমানিক ২টা’র দিকে মহম্মদপুর থানার অন্তর্গত ৩ নম্বর দীঘা ইউনিয়নের চিত্রবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।
আহতদের নাম যথাক্রমে মো: জাকির শেখ (৩২), পিতা মৃত হালিম শেখ, গ্রাম ঘুল্লিয়া, থানা মহম্মদপুর; এবং মো: ইমরান শেখ (৩২), পিতা মন্নু শেখ, গ্রাম সংকোচখালি, থানা মাগুরা সদর। উভয়েরই পেশা নির্মাণশ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, চিত্রবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ঢালাই কাজ চলাকালীন সময়ে একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তারা হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং নির্মাণস্থলে নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।