মাগুরা শালিখায় চিত্রা নদীতে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ
মাগুরা-যশোর সীমান্তবর্তী চিত্রা নদী থেকে তারা বিবি (৮০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে নড়াইল জেলার নৌ পুলিশ ও শালিখা থানা পুলিশ। সোমবার বিকাল ৪ টায় শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তারা বিবি মাগুরা জেলার শালিখা উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মৃত ছামেদ মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, চিত্রা নদীর গোবরা দক্ষিণপাড়া ঘাট এলাকায় সকাল ৮টার দিকে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দেই।এরপর শালিখা থনা পুলিশ ঘটনাস্থল এসে নৌ পুলিশের সাথে যোগাযোগ করে।পরে ৪ টার দিকে নড়াইলের নৌ পুলিশ ও শালিখা থানা পুলিশ নারীর লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
মৃতা তারা বিবির ছেলে গফফার মন্ডল জানায়, আমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে গত শনিবার ঈদের দিন বিকালে বোনের বাড়ী প্বার্শবর্তী বাঘারপাড়া উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামে যাওয়ার জন্য বের হয়ে যায়। ঐদিন রাতে বোনের সাথে যোগাযোগ হলে জানতে পারি তাদের বাড়ীতে যায় নাই।তারপর থেকে অনেক খুজাখুজি পরেও তাকে পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি চিত্রা নদীতে একটি মহিলার লাশ ভেসে আছে।পরে আমরা দ্রুত গোবরা গ্রামে ছুটে আসি এবং পানিতে ভেসে থাকা লাশের কাপড় দেখে শনাক্ত করি এটা আমার মায়ের লাশ।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শালিখা এবং বাঘারপাড়া উপজেলার সীমানা ঘেঁষে চিত্রা নদীর গোবরা দক্ষিণপাড়া ঘাটে একজন মহিলা লাশ ভেসে ছিলো। যেহেতু নদীতে লাশ পাওয়া গেছে তাই নৌ পুলিশের সাথে যোগাযোগ করা হয়, এরপর বিকাল ৪ টার দিকে নড়াইল জেলার নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরিবারের লোকজনের কাছে জানতে পেরেছি ওই মহিলা অসুস্হ এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল । কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারপর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে আজ লাশ হস্তান্তর করেছে নড়াইল জেলা নৌ পুলিশ। আজ বিকালে তার দাফন সম্পন্ন হবে।বিষয়টি নিশ্চিত করেছে পাঁচকাহুনিয়া গ্রামের মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম।