মাগুরা শালিখায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ পালিত
জসীম উদ্দীন,শালিখা প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মাগুরার শালিখায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণেরে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট ) সকাল সাড়ে ১০টায় র্যালি পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসনাত,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা প্রকৌশলি শোয়েব মোহাম্মদ ,আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আলী আহসান,উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি মুন্সী আনিচুর রহমান মিলটন,সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, সফল উদ্যোক্তা আয়শা বেগম ও তুষার মল্লিক,শালিখা প্রেসক্লাবের সভাপতি আঃ রব মিয়া,জাতীয় দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।
এবার উপজেলাতে ১৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক পুরুষ ও মহিলাদের ১৭ লক্ষ ১০হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনকে দেয়া হয় সনদ পত্র।আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থান সৃষ্টির আহ্বান জানান।