1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

মাগুরা শ্রীকান্তপুর গ্রামে বিষধর সাপের কামড়ে এইসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মাগুরা শ্রীকান্তপুর গ্রামে বিষধর সাপের কামড়ে এইসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাগুরা’য় সাপে কেটে শাওন শিকদার নামে এক এইস এস সি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শাওন শিকদারের (১৭) বাড়ি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে। সে শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের পুত্র। জানা যায় রাতে বাড়ির পাশে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ঐ তরুন রাতের আধারে বাড়ির দিকে আসার সময় সাপে দংশন করে। সাপের কামড়ের আনুমানিক সময় সন্ধ্যা ৭ টা। সাপে কাটার পর স্থানীয় দুইটি ওঝার কাছে নিয়ে ঝাড়-ফু করানো হয়। ঝাড়-ফু এর একপর্যায়ে রুগীর অবস্থা খারাপ হলে রাত ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যু হয় শাওনের।
ওঝা-কবিরাজের কারনে ঝরে গেলো আরো একটি প্রান।

ঘটনার এবিষয়ে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সদস্য মোঃ হাসান বিশ্বাস জানান, গতকাল রাতে শ্রীকান্তপুর গ্রামের শাওন শিকদার কে সাপে কাটে যার জন্য মারা গেছে তবে কি ধরনের সাপে দংশন করেছে এটা আমার জানা নেই তবে যেহেতু মারা গেছে হয়তো বিষধর সাপের কামড়ে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর হাসপাতালে এন্টিভেনম মজুদ থাকে এবং সাপা কাটা রুগীর চিকিৎসা দেওয়া হয়। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে চলে আসবেন। মনে রাখবেন যত সময় নষ্ট করবেন তত মৃত্যু ঝুঁকি বাড়তে থাকবে।

❝ সাপে কাটলে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয়। ❞

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং