মাগুরা শ্রীপুরের দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১৬ আগস্ট শনিবার দিনব্যাপী শ্রীপুর সদর ও শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও শ্রীপুরের টীম প্রধান হাসানুর রহমান হাসুর সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উ্দিন কুতুব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনায়েত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান অন্তরসহ আরো অনেকে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুর সঞ্চালনায় এ কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তাদের মনোনয়নে পত্র সংগ্রহ করেন বলে জানা গেছে ।