1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

মাগুরা শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মহসিন মোল্লা শ্রীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

মহসিন মোল্লা শ্রীপুর প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক তছলিম মোল্লা (৫৫) নিহত হয়েছে এবং নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) গুরুতর হয়েছে। নিহত তছলিম মোল্লা উপজেলার গয়েশপুর ইউনিয়নের চতুরিয়া গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আহত নছিমন ড্রাইভার মনিরুল ইসলাম (৪৫) ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের শাহিন গাজীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (১মে ) সকাল ১০ টার দিকে গয়েশপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে গয়েশপুর স্ট্যান্ডে যাওয়ার পথে লাঙ্গলবাঁধ-শ্রীপুরের সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চাউল বোঝায় নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নছিমন ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি সে মোটরসাইকেলে লাঙ্গলবাদ-শ্রীপুর সড়কের গয়েশপুর স্ট্যান্ডে পৌঁছালে একটি দ্রুতগামী নসিমন তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে নিহত হয়। গুরুতর আহত নছিমন ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং