মাগুরা শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা, ২২ মে ২০২৫:
মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে আজ দুপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর আর্মি ক্যাম্পের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করে যে, বরিশাট গ্রামের মোঃ শফিকুল মোল্লা (৩০) তার নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিকাশ প্রতারণার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এরই প্রেক্ষিতে আজ ২২ মে ২০২৫, বিকেল ২টায় সেনাবাহিনীর একটি দল বরিশাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোট দুইজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:
ইয়াবা: ১৫০ পিস,গাঁজা: ৪৬০ গ্রাম
গাঁজা মাপার মেশিন: ১টি,গাঁজা খাওয়ার কল্কি: ৪টি,মোবাইল ফোন: ১৯টি,মেমোরি কার্ড: ২টি
মোবাইল সিমকার্ড: ২৯টি,চাইনিজ কুড়াল: ১টি,টিপ চাকু: ১টি
টেটা: ৩টি,মোটরসাইকেল: ১টি
গুলটি: ১টি,মার্বেল: ১০০০টি
গ্যাস লাইটার: ২৫টি
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মোঃ শফিকুল মোল্লা (৩০)
পিতা: মৃত শহিদুল মোল্লা
গ্রাম: বরিশ হাট, ডাকঘর: শ্রীখল, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা
মোছাঃ জাহানারা বেগম
স্বামী: মৃত শহিদুল মোল্লা
গ্রাম: বরিশ হাট, ডাকঘর: শ্রীখল, থানা: শ্রীপুর, জেলা: মাগুরা
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মালামাল শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের মাঝে এ অভিযান সন্তোষ ও স্বস্তির সৃষ্টি করেছে।