মাগুরা সদরে ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সদর উপজেলার উদ্যোগে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ ১৯ মে ২০২৫, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাম আদালতের কার্যকর ও জনবান্ধব পরিচালনায় ইউনিয়ন পরিষদের সদস্যদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যবৃন্দ আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন, যা আগামীতে বিচার কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন, মাগুরা সদর। এটি বাস্তবায়ন করছে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রশিক্ষণে মাগুরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, বিধিমালা, মামলা গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করা হয়।