রাতের আধারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন মো:মোয়াজ্জেম হোসেন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
রাতের নিস্তব্ধতায় মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টার এপিএস মোঃ মোয়াজ্জেম হোসেনের কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ছাত্র প্রতিনিধি মাধ্যমে রাতের অন্ধকারে অসহায় দুস্থ পরিবারের মাঝে এই শীত বস্ত্র পৌঁছে দেন। এই প্রয়াস সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তিনি শীতার্ত মানুষদের জন্য উষ্ণতার ছোঁয়া এনে দিয়েছেন, যা নিঃসন্দেহে তাদের দুঃখ-দুর্দশা কিছুটা লাঘব করবে। এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে আরও বেশি মানুষকে উৎসাহিত করবে।যুব ও ক্রিয়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টার এপিএস মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়া সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শীতার কষ্ট থেকে মুক্তি দিতে এই উদ্যোগ শুধু শীতার্ত মানুষদের শারীরিক কষ্ট লাঘব করেনি, বরং তাদের মনে ভালোবাসা ও সহমর্মিতার উষ্ণতা জুগিয়েছে। এ ধরনের কাজ সমাজে অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। এমন উদ্যোগ আরও বৃদ্ধি পাক—এই কামনা রইল। মাগুরা জেলা যুগ্ন সদস্য সচিব নাহিয়ান খান নিহাজ জানান
ইতিমধ্যে মাগুরা সদর সহ জেলা বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে আমাদের ছাত্র প্রতিনিধি দিয়ে অসহায় দুস্থ মানুষের কাছে দিনের আলোয় বাড়াতে আধারে আমরা শীত বস্ত্র পৌঁছে দিয়েছি।