শালিখায় বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি
জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি :
দেশের অন্যান্য জেলার মতো মাগুরার শালিখা উপজেলার গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর,মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে ধান,শাকসব্জি এ মৌসুমের প্রায় সব ধরনের ফসল ও মাছের মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার শত শত কৃষক ও মৎস্য চাষীরা।
উপজেলার বিভিন্ন এলাকায় এখনও আমন ধান লাগানোর কাজ শেষ হয়নি। কেউ কেউ ধান রোপণ করলেও অনেকেই বৃষ্টির কারণে চারা রোপণ করতে পারছে না। আবার অনেকের ক্ষেত এখন পানির নিচে ডুবে রয়েছে। এতে ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে।
সরেজমিনে এলাকার কৃষি জমি ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে এবং বন্যার পানিতে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই। চারদিকে শুধুই থইথই পানি। মনে হচ্ছে যেন বিস্তীর্ণ ফসলি জমি ছোট ছোট নদীতে পরিণত হয়েছে।
শতখালী ইউনিয়নের শতখালী গ্রামের সরদার পাড়ার কৃষক মকবুল হোসেন জানান, তিনি প্রায় সাড়ে ৭বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন। এক মাসের পরিশ্রমের পর ধান গাছ বড় হয়ে গেলেও এখন সবই পানির নিচে।
শুধু ফসলই নয়, ক্ষতি হয়েছে মাছ চাষেও। শালিখা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে প্রায় সাড়ে ৮হেক্টর পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। তালখড়ি গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন,‘টানা বৃষ্টি এবং বন্যার পানিতে পুকুর,মাছের ঘের এবং ফসিল জমি আমাদের সব শেষ! ’আমাদের এখন আর কোন ফসল নাই।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন,উপজেলার প্রায় ২৫০ হেক্টর জমিতে আমন ধান পানিতে তলিয়ে গেছে। তবে পানিতে ডুবে গেলেই সব ধান নষ্ট হবে তা নয়। যদি দ্রুত পানি সরে যায়, তাহলে ফসলের ক্ষতির আশঙ্কা অনেকটা কমে যাবে। তবে কিছু এলাকায় অন্যান্য ফসলের আংশিক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পাশে আছি। আমরা নিয়মিত খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।’