1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

শালিখায় ২০০ জন কৃষক পেলেন বিনামূল্যে আপদকালীন ধান বীজ

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

শালিখায় ২০০ জন কৃষক পেলেন বিনামূল্যে আপদকালীন ধান বীজ

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ

মাগুরা শালিখায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তার জন্য উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শালিখার উদ্যোগে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩আগস্ট) উপজেলা হলরুমে ২০০জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।

এই বীজ বিতরণের মূল লক্ষ্য হলো অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত নতুন করে বীজতলা তৈরীতে সহায়তা করা। এই উদ্যোগে কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে উপকৃত হবেন এবং তাদের ফসলের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন এর সভাপত্তিতে বুধবার (১৩আগস্ট) উপজেলার হলরুমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর বিশ্বাস , অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, উপপরিচালক কৃষিসম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, মাগুরা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রোকাইয়া সুলতানা বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা,মাগুরা।আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা অফিসার।

উপস্থিত কর্মকর্তারা কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকদের পাশে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং