1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

শ্রীপুরে সাড়ে সাত হাজার টিসিবি কার্ডধারী স্বল্প মূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত

মোঃ সাকিব খান শ্রীপুর
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শ্রীপুরে সাড়ে সাত হাজার টিসিবি কার্ডধারী স্বল্প মূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত।

 

রমজানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে সাড়ে ৭ হাজার টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ) কার্ড ধারীরা স্বল্পমূল্যের পণ্য ক্রয় করা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, উপজেলায় সর্বমোট ১৯ হাজার ৪’শ ৮৩ টি কার্ড রয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী এই এনালগ কার্ডগুলো ফ্যামিলি স্মার্ট কার্ড করার জন্য অনলাইন করা হয়। এ পর্যন্ত এই উপজেলায় ১১ হাজার ৯’শ ৮১ টি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, বাকি প্রায় সাড়ে ৭ হাজার ফ্যামিলি স্মার্ট কার্ড এখনো কার্ডধারীদের কাছে পৌঁছায়নি। ডিলাররা এই স্মার্ট কার্ড ছাড়া কোন পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করছে না। ফলে স্বল্পমূল্যে পণ্য ক্রয় থেকে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা বঞ্চিত হচ্ছেন।

উপজেলার নাকোল ইউনিয়নে সর্বমোট এনালগ কার্ডের সংখ্যা ২৬’শ টি সেখানে এসেছে ১৮’শ ৫৭টি, শ্রীকোল ইউনিয়নে সর্বমোট এনালগ কার্ডের সংখ্যা ৩২’শ ৪৯টি, ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ২৬’শ টি, গয়েশপুর ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২৩’শ ৩৫টি, ওই ইউনিয়নে কোন স্মার্ট কার্ডই আসেনি, কাদির পাড়া ইউনিয়নে ১৮’শ ২২টি এনালগ কার্ড রয়েছে, সেখানে ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ১৪’শ ৫২টি, আমলসার ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা ২৬’শ ৮১টি সেখানে এসেছে ৪’শ ৭৮টি, সব্দালপুর ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২৪’শ ৫০টি সেখানে এসেছে ১ হাজার ৯’শ টি, দারিয়াপুর ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২১’শ ৮৫ টি সেখানে ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ১৮’শ টি, শ্রীপুর সদর ইউনিয়নে মোট এনালগ কার্ডের সংখ্যা ২১’শ ৬১টি সেখানে ফ্যামিলি স্মার্ট কার্ড এসেছে ১৮’শ ৯৪টি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জি বলেন, উপজেলায় এখনো যাদের ফ্যামিলি স্মার্ট কার্ড আসেনি, বাকি কার্ডগুলো কবে নাগাদ আসবে এ সম্পর্কে আমাদের কাছে এখনো কোন নির্দেশনা আসেনি, আসলে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং