সংসদ ভবনের পাশে ছিনতাই, চাপাতি ঠেকিয়ে ছাত্রনেতা হাসিবুল ইসলাম সর্বস্ব লুট
ঢাকা: রাজধানীর সংসদ ভবনের পশ্চিম পাশ, আসাদগেটের উল্টোপাশে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক পথচারী। হাসিবুল ইসলাম ভাষ্যমতে, শুক্রবার রাত ৮ টার সময়ে, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ঘিরে ধরে চাপাতি মাথা, ঘাড় এবং বুকে ঠেকিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ, হাতঘড়ি, এটিএম কার্ডসহ সর্বস্ব লুট করে নেয়।
হাসিবুল ইসলাম আরও জানান, তার ফেসবুক আইডিও ছিনতাই হওয়া মোবাইলের মাধ্যমে এখন অপরিচিতদের নিয়ন্ত্রণে।
এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।